Header Ads Widget


 

তিন বিসিএসে আটকা চাকরিপ্রার্থীরা, বিপাকে পিএসসিও


সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিনটি বিসিএস কার্যত আটকে আছে। নিয়োগপ্রক্রিয়াতেও কোনো গতি নেই। এ কারণে অনিশ্চয়তায় দিন পার করছে চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের দাবি, দ্রুত এই অবস্থার অবসান হোক।

এদিকে পিএসসি বলছে, প্রশ্ন ফাঁসের অভিযোগের পর সরকারের পট পরিবর্তন সব মিলে পিএসসিকে নতুন করে গতিশীল করতে কিছুটা সময় লাগবে। তারাও এ নিয়ে বিপাকে পড়েছে। এ ছাড়া স্থগিত থাকা বিসিএস পরীক্ষাগুলোর বিষয়ে সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে পিএসসি। এ জন্য নতুন করে পরীক্ষার তারিখ দেওয়া হয়নি।

পিএসসি সূত্র জানায়, এখন ৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত আছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম আটকে আছে। এ ছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত আছে।



পিএসসি দফায় দফায় বিজ্ঞপ্তিতে দুটি বিসিএসের পরীক্ষা স্থগিত করে। এই দুই বিসিএস হচ্ছে ৪৪ ও ৪৬তম বিসিএস। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কবে শুরু হবে, সে তথ্য জানানো হয়নি।


তিন বিসিএসের বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘তিন বিসিএসের বিষয়ে নিয়ে কাজ করছি। দ্রুত সমাধানের বিষয়ে ও গতি আসার বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

এদিকে পিএসসির একজন নীতি নির্ধারক প্রথম আলোকে বলেন, প্রথমে প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় হওয়ায় ও তদন্ত প্রতিবেদন না আসায় পিএসসি অপেক্ষা করেছিল। আবার যখন তদন্ত প্রতিবেদন তৈরি হলো, পিএসসি নতুন গতি পাবে পাবে ভাব, তখন সরকার বদল হলো। পিএসসিতেও বড় বদল হলো। এ নিয়ে পিএসসি বিপাকে পড়েছে। আশা করছি, সমাধান হবে। কিছুটা সময় লাগবেই।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

Post a Comment

0 Comments